সিঙ্গাপুরে নির্ধারিত সময়ে কিমের সঙ্গে বৈঠকঃ ট্রাম্প

8
13

ডেস্ক রিপোর্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠক করবেন। হোয়াইট হাউসে ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক ডিপার্টমেন্ট অ্যাট সেন্ট্রাল কমিটি অব দি ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার প্রধান কিম ইয়ং চোলের সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প নিজেই একথা বলেন।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি বৈঠকটি অনেক সফল হবে এবং এটি সঠিক প্রক্রিয়ায় এগুচ্ছে।’ ট্রাম্প বলেন, মার্কিন প্রশাসন উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠিন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিলেও ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে আলোচনার অগ্রগতি হওয়ায় তিনি নিষেধাজ্ঞা আরোপ না করার সিদ্ধান্ত নেন।

ট্রাম্প বলেন, ‘১২ জুনের আলোচনার অপেক্ষায় থাকায় আমি উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা বন্ধ রেখেছি।’ এ সময় মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, সিঙ্গাপুরে অনুষ্ঠেয় বৈঠকে কোন চুক্তিপত্র স্বাক্ষরের পরিকল্পনা নেই।