ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন উ. কোরিয়ার নেতা কিম

10
9

ডেস্ক রিপোর্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের একটি চিঠি পেয়েছেন। ঐতিহাসিক পারমাণু অস্ত্র বিষয়ক সম্মেলনের পদক্ষেপকে এগিয়ে নেয়ার প্রস্তুতির অংশ হিসেবে এ গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে নিউইয়র্কে বৈঠকের একদিন পর কেবলমাত্র এ চিঠি পৌঁছে দিতে কিমের ডান হাত কিম ইয়ং চোল ওয়াশিংটনে যান। ২০০০ সালের পর চোলই উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের কোনো নেতা ‍যিনি যুক্তরাষ্ট্র সফরে গেলেন। এটাকে মার্কিন কূটনীতিক নির্ধারিত ১২ জুনের সম্মেলন অনুষ্ঠানের ক্ষেত্রে ‘প্রকৃত অগ্রগতি’ হিসেবে অভিহিত করেন।

ওই সম্মেলন আয়োজন নিশ্চিত করতেই উত্তর কোরিয়ার প্রতিনিধি দলটি ওয়াশিংটন গেছে। তার আগে মার্কিন একটি প্রতিনিধি দল পিয়ংইয়ং সফর করে এসেছে। কিমের সঙ্গে বৈঠক নিয়ে আশাবাদী ট্রাম্প দেশটিকে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে চাপ দিতে চান। তবে তাদের সম্মেলনের আগে দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আরও কয়েক দফা আলোচনা হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

এদিকে পিয়ংইয়ংয়ে ফিরে গিয়ে কোরীয় এ নেতা তাদের দেশকে পরমাণু অস্ত্রমুক্ত করতে আবারো প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।