নড়াইলে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবনা ২০১৮-১৯ শীর্ষক সংবাদ সম্মেলন

12
19

স্টাফ রিপোর্টার

“মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবনা ২০১৮-১৯” শীর্ষক সংবাদ সম্মেলন নড়াইল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মে) বেলা ১১ টায় নড়াইল প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বাংলাদেশ অর্থনীতি সমিতি, নড়াইল জেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ অর্থনীতি সমিতি, কেন্দ্রিয় কমিটির সহ-সম্পাদক অধ্যাপক শাহানারা বেগম।

সংবাদ সম্মেলনে “মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবনা ২০১৮-১৯” উপস্থাপনা করা হয় এবং এর বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের দর্শণ বিভাগের অধ্যাপক মোঃ রবিউল ইমলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ সায়েম আলী, ইংরাজী বিভাগের সহযোগী অধ্যাপক আবু জিহাদ আনসারি, অর্থনীতি বিভাগের সহযোগী আনন্দ মোহন বিশ্বাস, বাংলাদেশ অর্থনীতি সমিতি, নড়াইল জেলা শাখার নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।