ভারতের মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ১৮ শ্রমিক নিহত, আহত ২০

10
7

ডেস্ক রিপোর্ট

ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটিতে করে শ্রমিকদের বহন করা হচ্ছিল। পুলিশ এ কথা জানিয়েছে।

মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে প্রায় ৮১ কিলোমিটার পূর্বে পুনে জেলার খান্ডালার কাছে পুনে-সাতারা মহাসড়কে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। পুনার এক পুলিশ কর্মকর্তা টেলিফোনে বলেন, আজ সকালে মালবাহী একটি ট্রাকে করে ৪০ শ্রমিক যাচ্ছিল। খান্ডালার কাছে ট্রাকটি দুর্ঘটনায় পড়ে। তিনি আরো বলেন, এই ঘটনায় ১৮ জন নিহত হয়।

ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘আহতদের সাতারা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশে খবর দিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা করেছে এবং তদন্তের নির্দেশ দিয়েছে।

Pic: ANI