৫ আগস্ট নড়াইল শহরের পালকি কমিউনিটি সেন্টারে লুন্ঠনকৃত ১০ লাখ টাকার মালামাল উদ্ধার

0
8
৫ আগস্ট নড়াইল শহরের পালকি কমিউনিটি সেন্টারে লুন্ঠনকৃত ১০ লাখ টাকার মালামাল উদ্ধার
৫ আগস্ট নড়াইল শহরের পালকি কমিউনিটি সেন্টারে লুন্ঠনকৃত ১০ লাখ টাকার মালামাল উদ্ধার

স্টাফ রিপোর্টার

৫ ও ৬ আগস্ট নড়াইল শহরের অলোক কুন্ডর পালকি কমিউনিটি সেন্টার ও মার্কেটের লুন্ঠনকৃত কিছু মালামাল উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত এসব মালামালের মধ্যে রয়েছে ১৯টি এয়ারকন্ডিশনার মধ্যে ৯টি, ৩০টি সোফার মধ্যে ১০টি, ৫টি আলমিরার মধ্যে ২টি,৩০ টি রান্নার ডেগের মধ্যে ১৭টিসহ ১০ লাখ টাকার বিভিন্ন মালামাল উদ্ধার হয়েছে। জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিকেল থেকে পরদিন পর্যন্ত শহরের মাছিমদিয়ায় অবস্থিত পালকি কমিউনিটি সেন্টার ও তার মার্কেটে আন্দোলনকারীরা কয়েক দফা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।

এ বিষয়ে পালকি কমিউনিটি সেন্টারের মালিক অলোক কুন্ডু বলেন, ৫ ও ৬ আগস্ট দুবৃত্তরা কমিউনিটি সেন্টার ও মার্কেট ভাংচুর ও লুটপাট, যার ক্ষতির পরিমান প্রায় ৭০ লাখ টাকা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম ও সদর বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেকের নেতৃত্বে গত দু’দিনে স্থানীয় ৩টি গ্রামের বিভিন্ন বাড়ি থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়,যার মূল্য প্রায় ১০ লাখ টাকা। আরো মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে জানার জন্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।