নড়াইলে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
3
নড়াইলে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নড়াইলে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

‘জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দলিত সংস্থার বাস্তবায়নে ইসলামিক রিলিফ সুইডেনের আর্থিক সহযোগিতায় রাইটস অব দলিত’স প্রকল্পের মাধ্যমে দলিত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে শহরের শেখ রিজেন্সি গেষ্ট হাউজে সদর উপজেলার আউড়িয়া ও মাইজপাড়া ইউনিয়নের মোট ২৫ দলিত নারী সদস্য এই দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলিত সংস্থার ম্যানেজার অডিট এবং মনিটরিং এন্ড হেড অফ প্রোগ্রাম (ইনচার্জ) উত্তম কুমার দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা পান্নালাল জমাদ্দার, প্রকল্প মোবিলাইজার বাসুদেব দাস ও বিলাসী বৈরাগীসহ আরো অনেকে। উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে মৌলিক মানবাধিকার,কার্যকরি যোগাযোগ দক্ষতা,নেতৃত্ব ও দলগঠন,বাল্য বিবাহের কুফল সহ অধিকার সচেতনতা বিষয়ক আলোচনা করা হয়।