স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের গৌরীপুরে মইলাকান্দা ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ শহিদুল্লাহ’র (৪৮) উপর বিএনপি-ছাত্রদল কর্মীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় ১২ জনের নামে মামলা হয়েছে। সোমবার (১ মে) রাতে গৌরীপুর থানায় ভিকটিমের ফুফাতো ভাই মোঃ ইসলাম মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এ মামলায় আসামীরা হলেন- মইলাকান্দা ইউনিয়নের পূর্ব কাউরাট গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে ছাত্রদল কর্মী অন্তর (১৯) ও লাল চাঁন (২২), মৃত আব্দুল জব্বারের ছেলে বিএনপি কর্মী বাদশা (৪২), ইদ্রিস মিয়ার ছেলে রুবেল মিয়া (৪০) সহ অজ্ঞাত ৮ জন।
বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান জানান- এ হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আহত নেতার পরিবারের সদস্যরা জানান- শহিদুল্লাহ মইলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বিগত ইউপি নির্বাচনের জের ধরে স্থানীয় বিএনপি-ছাত্রদলের কর্মীরা ২৫ এপ্রিল রাত সাড়ে ১১ টার দিকে বাড়ি ফেরার পথে গোবিন্দপুর বাজার সংলগ্ন এলাকায় শহিদুল্লাহ’র উপর অতর্কিতে সশস্ত্র হামলা চালায়। এ সশস্ত্র হামলায় তার হাত-পা ভেঙ্গে দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক রক্তাক্ত জখম করা হয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা আরও জানান- বিগত ইউপি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় ছাত্রদলকর্মী অন্তরের নেতৃত্বে সূর্যাকোনা গ্রামের আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে নির্যাতনের পাশাপাশি বিভিন্নভাবে হয়রানী করা হচ্ছে।