নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

0
6
নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

স্টাফ রিপোর্টার

“পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে ৩২ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ অক্টোবর শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয় এবং বাংলাদেশ প্রবীন হিতৈশী সংঘ, নড়াইল জলা শাখার সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এসময় আরো বক্তব্য দেন বাংলাদেশের খ্যাতিমান ডাক্তার আব্দুল ওয়াহাব, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রেমা নন্দ মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জোবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, বীরমুক্তিযোদ্ধা এস এ বাকী, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,বীরমুক্তিযোদ্ধা এস এ মতিন, বীরমুক্তিযোদ্ধা খান ওয়াহিদুর জ্জামান বাবালু প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।