নড়াইলে ১৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান

0
5
নড়াইলে ১৮০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান
নড়াইলে ১৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষ্যে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কালিয়া উপজেলা প্রশাসন, নড়াইল এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইল জেলার ৩য় ধাপের (২য় পর্যায়) ১৮০ টি গৃহ ও বন্দোবস্তকৃত জমির মালিকানা সংক্রান্ত কাগজ পত্র উপকার ভোগিদের মাঝে হস্তান্তর করবেন। এর মধ্যে সদরে ০৩, লোহাগড়ায় ০৭ এবং কালিয়া উপজেলায় ১ শত ৭০টি। প্রতিটি গৃহ ২লক্ষ ৫৯ হাজার ৫ শত টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান উকারভোগীদেও মাঝে গৃহের চাবি ও জমির মালিকানা হস্তান্তর করেন। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল হক, সরকারি কর্মকর্তাসহ উপকারভোগীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।