নড়াইলে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রা/সয়নিক সার বিতরণ

4
4
নড়াইলে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রা/সয়নিক সার বিতরণ
নড়াইলে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রা/সয়নিক সার বিতরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ, উফশী ধানের বীজ ও রাস/য়নিক সার বিতরণ অনুষ্টিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর উপজেলার আয়োজনে সোমবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম,নড়াইল-২ আসনের সংসদ মাশরাফী বিন মোর্ত্তজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার কৃষ্ণা রায়সহ অনেকে।

সদর উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম জানান,সদরে ৫হাজার জন কৃষক কৃষানীকেকে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ,উফশী ধানের বীজ ও রাসয়নিক সার বিতরণ করা হবে। ৩ হাজার কৃষক কৃষানীকেকে দুই কেজি করে হাইব্রিড ধানের বীজ ও ২ হাজার জনকে উফশী ধানের ৫ কোজি করে বীজ দেয়া হয়। এবং প্রত্যেকে ১০ ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেয়া হয়েছে।