নড়াইলে ৬০ শিল্পী ও কলাকুশলি খাদ্য সহায়তা পেল

1
2
নড়াইলে অগ্নিকান্ডে

স্টাফ রিপোর্টার

নড়াইলে ৬০জন চিত্রশিল্পী, নাট্য শিল্পী, সংগীত শিল্পী ও কলাকুশলিকে খাদ্য সহায়তা পেল। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে চিত্রশিল্পী এস.এম সুলতান মঞ্চে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সংস্কৃতি চর্চা কেন্দ্রের আহবায়ক নিজাম উদ্দিন খান নিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট, নড়াইলের সহ সভাপতি আসলাম খান লুলু, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সংস্কৃতি চর্চা কেন্দ্রের সদস্য সচিব সালাউদ্দিন শিতল প্রমুখ। এসব খাদ্য সহায়তা শিল্পী ও কলাকুশলীদের বাড়িতে পৌছে দেওয়া হয়।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন খান নিলু ইতপূর্বে বিভিন্ন সময় সাংস্কৃতিক কর্মীদের পাশে এসে দাড়িয়েছেন এবং করোনাকালীন সময়ে খাদ্য সহায়তা প্রদান করেছেন।