নড়াইলের লোহাগড়ায় বিভিন্ন কর্মসূচীতে জেলা প্রশাসকের অংশগ্রহণ

5
1
সার ও বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। শুক্রবার দিনব্যাপি এসব কর্মসূচীর মধ্যে ছিলো উপজেলা প্রশাসন লোহাগড়ার আয়োজনে কর্মহীন ব্যক্তি, ইজিবাইক চালক, দুঃস্থ্য মানুষের মাঝে প্রধানমন্ত্ররি উপহার খাদ্য সামগ্রী চাল,ডাল,সয়াবিন তেল,আলু ,লবন ১০০ জনের মধ্যে বিতরন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। এ ছাড়া উপজেলার ইতনা ইউনিয়ন ভূমি অফিসের নির্মিতব্য নতুন ভবনের ভিক্তি প্রস্তর স্থাপনেরও শুভ উদ্বোধন করেন তিনি।

অন্যদিকে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন বাংলাদেশ স্কাউটস, দুর্বার বাংলাদেশ ফাউন্ডেশন ও ওয়েসিস ইয়ুথ এর উদ্যোগে করোনায় আক্রান্ত রোগিদের অক্সিজেন সিলিন্ডার বিতরন ও বাড়িতে গিয়ে ডাক্তার দ্বারা সেবা দান বিষয়ে মতবিনিময় সভায় অংশগ্রহন এবং ওই বিদ্যালয়ের অসহায় কর্মহীন শিক্ষার্থী পরিবারকে খাদ্য সহায়তা প্রদান,অন লাইণে ক্লাস পরিদর্শন এবং বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন, সহকারী কমিশনার রাখী ব্যানার্জী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিলন ,প্রেস ক্লাবের সভাপতি এ্যাডঃ আব্দুস ছালাম খান ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারন সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান প্রমুখ।