করোনায় মৃ’তের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ; ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় প্রথম যুক্তরাষ্ট্র, দ্বিতীয় ভারত

750
8
করোনা
ছবিঃঃ করোনাভাইরাস

নিউজ ডেস্ক

একবছরে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃ’তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। এদিকে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৯ কোটি ৪২ লাখ। রোগীর সংখ্যা দ্রুত এগোচ্ছে ১০ কোটির দুঃখজনক মাইলফলকের দিকে। শুক্রবার ওয়ার্ল্ডমিটারস ওয়েবসাইটে এই আপডেট জানানো হয়। সূত্র অনুযায়ী এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২০ লাখ ১৬ হাজার ৬২৯ জন।

এর মধ্যে অর্ধেকের বেশি মানুষের মৃ’ত্যু হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, মেক্সিকো ও যুক্তরাজ্যে। যুক্তরাষ্ট্র বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। এই দেশে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪১ লাখ ২ হাজার ৩৫ জন। দেশটিতে করোনায় মা’রা গেছেন ৪ লাখ ১ হাজার ৮৫৩ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ৪৩ হাজার ৬৫৯। দেশটিতে করোনায় মা’রা গেছেন ১ লাখ ৫২ হাজার ১৩০ জন। তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৩ লাখ ৯৪ হাজার ২৫৩। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৮ হাজার ২৯১ জন।