খুলনা বিভাগের ৩৩৮ সাংবাদিককে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

1
14

স্টাফ রিপোর্টার

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়াতে গিয়ে করোনায় আক্রা’ন্ত হয়েছেন। অনেক নেতা, এমপি, মন্ত্রী মা*রা গেছেন। কেউ ঘরে বসে নেই। আর বিএনপির নেতারা ঘরে বসে টেলিভিশনে উঁকি দিয়ে মুখ দেখাচ্ছেন। তারা মানুষের পাশে নেই। গণমাধ্যম কর্মীরা জীবনকে হাতের মুঠোয় নিয়ে কাজ করছে। পুলিশ বাহিনী বাংলাদেশের জন্য উদাহরণ তৈরি করেছে। এছাড়া সেনাবাহি’নী, ডাক্তার, নার্স করোনাকালের মহা’মারিতে সম্মুখযো’দ্ধা হিসেবে কাজ করছে। তাদেরকে ধন্যবাদ জানাই। বুধবার দুপুরে যশোর সার্কিট হাউজে খুলনা বিভাগের ৩৩৮জন সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন।

যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ-সভাপতি মনোতোষ বসু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুব আলম সোহাগ, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন প্রমুখ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আরও বলেন, করোনাকালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন। সাংবাদিকদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। আশপাশের দেশ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকাও এমনভাবে সাংবাদিকদের পাশে দাঁড়ায়নি। শুধু ভারতে কোন সাংবাদিক মা*রা গেলে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, শুধু যারা সরকারের প্রশংসা করে, তারা নয়, সমালোচক সাংবাদিকদেরকেও সহায়তা দেওয়া হচ্ছে। সরকারি সহায়তা আগামিতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য মন্ত্রী হাছান মাহমুদ খুলনা বিভাগের ৯ জেলার সাংবাদিক নেতাদের হাতে ৩৩৮জন সাংবাদিকের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের করোনাকালীন সহায়তার চেক হস্তান্তর করেন। এরমধ্যে যশোর ৪৮জন, খুলনা ১১৪জন, মাগুরা ২৭জন, মেহেরপুর ২৫জন, সাতক্ষীরা ৩৪জন, চুয়াডাঙ্গা ২৮জন, ঝিনাইদহ ২৯জন, নড়াইল ২৭জন ও বাগেরহাটে ৬জন। নড়াইল জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের চেক গ্রহণ করেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু এবং সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু।