নড়াইলে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

1014
31
নড়াইলে বঙ্গবন্ধু'র জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন
নড়াইলে বঙ্গবন্ধু'র জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার

নড়াইলে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে জেলা প্রশাসন, নড়াইলের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা। এ কর্মসূচির আওতায় জেলায় এ মৌসুমে ১২ লক্ষ ফলজ, বনজ, ঔষ*ধী ও তাল বৃক্ষের চারা রোপণ করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলামের সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ফখরুল হাসান, সিভিল সা*র্জন ডাঃ আব্দুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম এম ছায়েদুর রহমান, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, নার্সারি মালিক সমিতির প্রতিনিধিসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।