নড়াইলে জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন ঝিনাইদহের মাওলানাবাদ ও রানার্সআপ নৌবাহিনী খুলনা

2
65
নড়াইলে জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন ঝিনাইদাহের মাওলানাবাদ ও রানার্সআপ নৌবাহিনী খুলনা
নড়াইলে জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন ঝিনাইদাহের মাওলানাবাদ ও রানার্সআপ নৌবাহিনী খুলনা

স্টাফ রিপোর্টার

নড়াইলে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০১৯-২০ ঝিনাইদহের মাওলানা বাদ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনা রানার আপ হয়েছে। শুক্রবার ২৪ জানুয়ারী বিকালে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোল করে। পরে টাইব্রেকারে ৪-২ গোলে ঝিনাইদহের মাওলানা বাদ মাধ্যমিক বিদ্যালয় খুলনার বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও নড়াইল জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি হাসানুজ্জামানের সভাপতিত্বে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক এসোসিশেয়নের উপ মহা সচিব আশিকুর রহমান মিকু।

এসময় জেলা ফুটবল এসোসিয়েশনের সম্পাদক আব্দুর রশীদ মন্নু, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ইউসুফ আলি, সদস্য এডঃ আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন। গত ২০ জানুয়ারী সকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়ামে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০১৯-২০ এর নীল আকাশে বেলুন উড়িয়ে শুভ উদ্ধোধন করেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান শেখ। নড়াইল ভেন্যুতে স্বাগতিক নড়াইল, যশোর, খুলনা,ঝিনাইদাহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা সহ মোট ছয়টি জেলার স্কুল জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করে।