নড়াইলের লোহাগড়ার কাঞ্চনপুর সেবাশ্রমে মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত

0
42
নড়াইলের লোহাগড়ার কাঞ্চনপুর সেবাশ্রমে মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
নড়াইলের লোহাগড়ার কাঞ্চনপুর সেবাশ্রমে মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার কাঞ্চনপুর বিশ্ব শুকহরি রাধাগোবিন্দ সেবাশ্রমে দিনব্যাপী মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২জানুয়ারী) কাঞ্চনপুর মহাশ্মশান কর্তৃপক্ষের আয়োজনে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন হরিগুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মতুয়াচার্য্য পদ্মনাভ ঠাকুর (শ্রীধাম ওড়াকান্দি)।

বিকালে ধর্মীয় আলোচনা সভায় পরিমল কুমার ঘোষের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রধান অতিথি নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, প্রধান আলোচক হরিগুরুচাঁদ মতুয়া মিশন যুব সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মতুয়াচার্য্য সম্পদ ঠাকুর, প্রধান বক্তা লোহাগড়া সরকারী আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক পিযূষ কান্তি রায়, মতুয়াধর্ম আলোচক ফেলারাম গোসাই, বিশেষ অতিথি মাগুরা জেলা শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, জনতা ব্যাংক লোহাগড়া শাখার ব্যবস্থাপক বলদেব বিশ^াস (মতুয়ারত্ম), নড়াইল জজকোর্টের আইনজীবি রবীন্দ্রনাথ বিশ্বাস, লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি কমল কৃষ্ণ বালা, জয়পুর তারকচাঁদ মন্দিরের সভাপতি বিজয় গোঁসাই, সনাতন বিদ্যার্থী সংসদ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি প্রভাষক রণজিত টিকাদার, বাংলাদেশ মতুয়া সংসদ জেলা শাখার সভাপতি পরিক্ষীত গোঁসাই, কাশিপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদেও সভাপতি নৃপেন চন্দ্র হোড়, হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিন্টু বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাঞ্চনপুর মহাশ্মশান হরিমন্দির কমিটির আহবায়ক অলোক পান্ডে।

প্রধান অতিথি সুবাস চন্দ্র বোস বক্তৃতাকালে বলেন, ‘অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বর্তমান সরকার সকল ধর্মালম্বীদের স্বাধীন ও নির্বিঘ্নে ধর্ম পালনের জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছেন। পূজাসহ বিভিন্ন উৎসব-আনন্দের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আর্থিক সহযোগিতা করে আসছেন। সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা অন্তত ৩০টি মতুয়া দল অংশগ্রহণ করেন।