নড়াইলে দলিত হরিজন যুব ফোরামের সমন্বয় মিটিং অনুষ্ঠিত

0
3
নড়াইলে দলিত হরিজন যুব ফোরামের সমন্বয় মিটিং অনুষ্ঠিত
নড়াইলে দলিত হরিজন যুব ফোরামের সমন্বয় মিটিং অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলে জেলা পর্যায়ে অনগ্ৰসর দলিত হরিজন যুব ফোরামের সমন্বয় মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজন ও দলিত সংস্থার বাস্তবায়নে এবং ইসলামিক রিলিফ,সুইডেনের সহযোগিতায় শহরের চিত্রা রেসিডেন্সিয়াল হোটেল এন্ড কনফারেন্স রুমে এ জেলা পর্যায়ে অনগ্ৰসর দলিত হরিজন যুব ফোরামের সমন্বয় মিটিং অনুষ্ঠিত হয়। সমন্বয় মিটিংয়ে জেলা দলিত যুব ফোরামের সভাপতি হিরামন বিশ্বাস সভাপতিত্বে রাইটস অব দলিত’স প্রকল্পের মোবিলাইজার বাসুদেব দাস ও বিলাসী বৈরাগীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

দলিত হরিজন যুব ফোরামের সমন্বয় মিটিং এ নড়াইল জেলা দলিত জনগোষ্ঠীর অধিকার ও সচেতনতা বৃদ্ধি মূলক আলোচনা করা হয়। পরে জেলা দলিত যুব ফোরামের কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি শুভংকর কান্তি বিশ্বাস,সহ-সভাপতি পলাশ বিশ্বাস,সম্পাদক আবির দাস, সহ-সম্পাদক অর্পিতা বিশ্বাস। এসময় নড়াইল সদর উপজেলার মাইজপাড়া,আউড়িয়া, শেখহাটি, মুলিয়া, চন্ডিবরপুর, ভদ্রবিলা ইউনিয়ন এবং পৌরসভার মোট ২৫ জন দলিত সদস্যরা উপস্থিত ছিলেন।