স্টাফ রিপোর্টার
নড়াইলে শহর পরিচ্ছন্ন করলো শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন রাস্তায় জমে থাকা জঞ্জাল অপসারণ করে পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে নামেন তারা। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে শুরু করে রূপগঞ্জ অভিমুখে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন সম্মান বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল নূর, ঢাকা কলেজের শাওনসহ নড়াইলের সন্তান কয়েকজনের উদ্যোগে এ কার্যক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেয়। শহর পরিচ্ছন্ন করার পাশাপাশি সমাজ গঠনে ভবিষ্যতে তাদের নানা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও শিক্ষার্থীরা জানায়। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সফলতার পর এলাকায় দলীয় কোন্দলে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর জঞ্জাল পরিষ্কার করে তারা। অপরদিকে দু’দিন ধরে একদল সেচ্ছাসেবী মাশরাফীর পুড়ে যাওয়া বাসস্থানে আগুন নেভানো থেকে জীর্ণসংস্কারের কাজ করে।