আজ নড়াইলের চিত্রা নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ

0
30

স্টাফ রিপোর্টার

বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) নড়াইলের চিত্রা নদীতে এস.এম. সুলতান নৌকা বাইচ অনুষ্ঠিত হবে।

জানা যায়, শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্তু পুরুষদের এবং মহিলাদের শেখ রাসেল সেতু থেকে বাধাঘাট পর্যন্তু প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ছোট-বড় মোট ২০ টি নৌকা অংশগ্রহম করবে।

নৌকা বাইচ অনুষ্ঠান উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লু রহমান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খুলনা রেঞ্জের ডিআইজি ড.খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার)।

গত কাল দুপুরে নৌকা বাইচের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নৌকা বাইচ উপভোগ উপলক্ষ্যে চিত্রা নদীর দুই পাড়ে বৃক্ষরাজি সুশোভিত ছায়াতলে নৌকা বাইচের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন । এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।