পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে নিম্ন আয়ের মানুষের মাঝে নড়াইলে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

0
5
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে নিম্ন আয়ের মানুষের মাঝে নড়াইলে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে নিম্ন আয়ের মানুষের মাঝে নড়াইলে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে তৃণমূল পর্যায়ে নিম্ন আয়ের মানুষের মাঝে নড়াইল জেলায় টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে সদরের মাইজপাড়া ইউনিয়নের পরিষদ কার্যালয় চত্বরে জেলা প্রশাসন, নড়াইল এর আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। ২২ জন ডিলারের মাধ্যমে জেলার ৩টি উপজেলা ও ৩টি পৌরসভার মোট ৪৫ হাজার ৫ শত ৯১ জন এর মধ্যে সদর উপজেলা ও পৌরসভা- ১৮হাজার ৬শত, কালিয়া উপজেলা ও পৌরসভা-১৪ হাজার ২শত এবং লোহাগড়া উপজেলা ও পৌরসভায় ১২ হাজার ৭ শত ৯০জন কার্ডধারীকে প্রথম অবস্থায় ১১০ টাকা করে ২ লিটার তেল, ৫৫ টাকা করে ২ কেজি চিনি এবং ৬৫ টাকা করে ২ কেজি মুশুরের ডাউল দেয়া হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে সদও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস, সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উপকারভোগীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।