নড়াইলে এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন এমপি মাশরাফী

0
13
নড়াইলে এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন এমপি মাশরাফী
নড়াইলে এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন এমপি মাশরাফী

স্টাফ রিপোর্টার

নড়াইলে এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা। সোমবার (২০ জুন) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন। শহরের মাছিমদিয়ায় ভবনের একটি কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, প্রফেসর অশোক শীল, এস.এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, এস.এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদি বৈরাগী, প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা প্রমুখ। এ সময় মহাবিদ্যালয়ের অধ্যক্ষের আঁকা মাশরাফির একটি ছবি তাঁকে উপহার দেওয়া হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৮০ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হয়েছে।

প্রসঙ্গত, শিল্পী সুলতানের মৃত্যুর পর ২০০৯ সালে শহরের পশ্চিম মাছিমদিয়ায় চারুকলা মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠত হয়। দীর্ঘ ১৩ বছর পর প্রতিষ্ঠানটি একমাত্র ভবন পেল। এতোদিন সুলতান স্মৃতি সংগ্রহশালার শিশুস্বর্গ ভবনে কলেজের ক্লাস কার্যক্রম পরিচালিত হয়েছে। ২০২০ সালে কলেজটি এমপিওভূক্ত হয়। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৫ বছর মেয়াদী বি এফ এ-এর প্রি-ডিগ্রি ও বি এফ এ কোর্স চালু রয়েছে।