নড়াইলে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
11
নড়াইলে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নড়াইলে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার

নড়াইলে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুন) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোঃ লুৎফর রহমান, সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, পৌর মেয়র আঞ্জুমান আরা, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ কামাল মেহেদী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনাপমুল কবীর টুকু, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, গাড়ীর চালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক ড. ছায়েম আলী খান শব্দদূষণ বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। প্রশিক্ষণে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার বিষয়ে প্রশিক্ষণার্থীদের সচেতনতার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।