স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গৌরীপুরে আট সাংবাদিক পেলেন সম্মাননা, শহীদদের স্মরণ

0
4
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গৌরীপুরে আট সাংবাদিক পেলেন সম্মাননা, শহীদদের স্মরণ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গৌরীপুরে আট সাংবাদিক পেলেন সম্মাননা, শহীদদের স্মরণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে স্থানীয় আট গুণী সাংবাদিককে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) রাতে এ উপজেলার মুখুরিয়া সিদ্দিকিয়া নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য গোলাম সামদানী খান সুমনের সার্বিক ব্যবস্থাপনায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।

যাঁদেরকে সম্মাননা দেয়া হয়েছে- অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিন্টু (ইত্তেফাফ), মশিউর রহমান কাউসার (আমাদেরসময়), মোঃ রইছ উদ্দিন (যুগান্তর), ফারুক আহাম্মদ (জি নিউজ), আরিফ আহম্মেদ (আজকের পত্রিকা), ওবায়দুর রহমান (ঢাকা প্রতিদিন), রাকিবুল ইসলাম রাকিব (প্রতিদিনের সংবাদ) ও শাহজাহান কবির (ভোরের পাতা)।

এ সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিন্টু, কেন্দ্রিয় যুবলীগ নেতা তানজীর আহমেদ রাজীব, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, জায়েদুর রহমান, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান, আব্দুর রউফ মোস্তাকীম, নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন বাচ্চু, জিয়াউর রহমান জিয়া, ইমরান মুন্সী, ইউপি সদস্য আবুল হাসিম, উপজেলা আওয়ামী লীগ নেত্রী বাবেয়া ইসলাম ডলি, আওয়ামী লীগ নেতা ডাঃ শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোকাম্মেল হক তালুকদার প্রমুখ।

এদিকে ময়মনসিংহের গৌরীপুরে মোমবাতি প্রজ্জ্বলন করে ৭১’র ভয়াল ২৫ মার্চের কালরাতের গণশহীদদের স্মরণ করেন বীর মুক্তিযোদ্ধার সন্তানরা। গণহত্যা দিবস উপলক্ষে শুক্রবার (২৫ মার্চ) স্থানীয় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ বিজয়-৭১ প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।

সংগঠনের উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা ও পৌর শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসারের নেতৃত্বে এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ গৌরীপুর পৌর শাখার সাবেক কমান্ডার মোঃ জয়নাল আবেদীন, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিন্টু, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, সংগঠনের নেতা আব্দুল হান্নান, মুজিবুর রহমান, জহিরুল ইসলাম ছোটন, মতিউর রহমান মতি, অন্তর, সাংবাদিক আরিফ আহম্মেদ, ওবায়দুর রহমান, রাকিবুল ইসলাম রাকিব, শাহজাহান কবির, আব্দুর রউফ দুদু, হলি সিয়াম শ্রাবণ প্রমুখ।

ময়মনসিংহের গৌরীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে ইসলামি সংগীত পরিবেশন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) রাতে এ উপজেলার মুখুরিয়া সিদ্দিকিয়া নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা কেন্দ্রিয় কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য গোলাম সামদানী খান সুমনের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

ময়মনসিংহের আলোর মিনার শিল্পী কাফেলার শিল্পী ফেরদৌস আল আজাদের নেতৃত্বে একদল ইসলামি শিল্পী এতে সংগীত পরিবেশন করেন। গোলাম সামদানী খান সুমনের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা ডাঃ শহীদুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিন্টু, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য তানজীর আহমেদ রাজীব, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, জায়েদুর রহমান, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান, আব্দুর রউফ মোস্তাকীম, নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন বাচ্চু, ইউপি সদস্য আবুল হাসিম প্রমুখ।