নড়াইলে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

0
5
নড়াইলে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
নড়াইলে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার

‘মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে সফলতা’- এ শ্লোগানে নড়াইলে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১০ মার্চ সকালে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে র‌্যালিতে বিভিন্ন সরকারি বিভাগ ও দপ্তরের কর্মকর্তা, কর্মাচারি, ফা/য়ারসার্ভিস সিভিল ডিফে/ন্স, স্কাউট, গার্লস গাইড, রেডক্রীসেন্ট সদস্যরা অংশ নেন।

র‌্যালিটি আদালত সড়ক ঘুরে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে স্কুলের শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বাড়াতে ফা/য়ার সার্ভিস নড়াইল ইউনিটের পক্ষ থেকে আ/গুন নির্বাপণ, অ/গ্নিবলয় থেকে উদ্ধা/র, ফা/য়ার এক্সটিংগুইশারের ব্যবহারসহ বিভিন্ন মহড়া উপস্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুলি বিশ্বাস, নড়াইল সবকারি বালিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সিকদার, ফা/য়ার সার্ভিস নড়াইলের উপপরিচালক মোঃ মাহবুব আলম, স্টেশন মাস্টার মাছুদ রানা, সাব অফিসার শরিফুল ইসলাম প্রমুখ।