লঞ্চে যেভাবে আগুন লাগে, জানালেন ক্যাবিন বয়

12
9
লঞ্চে যেভাবে আগুন লাগে, জানালেন ক্যাবিন বয়
লঞ্চে আগুন

নিউজ ডেস্ক

দুর্ঘটনা কবলিত এমভি অভিযান-১০ এর ইঞ্জিনরুমের পাশে ক্যান্টিনের গ্যাস সিলি/ন্ডার বিস্ফো/রণ হয়ে লঞ্চে আগুন লেগেছে বলে জানিয়েছেন লঞ্চের কেবিন বয়। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে এমনটাই বলেছেন ঘটনার প্রত্যক্ষদর্শী কেবিন বয় ইয়াসিন (১৯)।

ইয়াসিন বলেন, ‘লঞ্চের নিচতলার পেছনে ইঞ্জিনরুমের পাশেই ক্যান্টিন। সেখানে বিকট শব্দে সিলি/ন্ডার বিস্ফো/রণ হয়ে আগুন ধরে যায়। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে ইঞ্জিনরুমে। সেখানে ১৩ ব্যারেল ডিজে/ল রাখা ছিল। সেই ডিজে/ল আগু/ন আরও বাড়িয়ে দেয়।

ইয়াসিন আরও বলেন, ইঞ্জিনরুমের পর আগু/ন চলে যায় ডেকের দিকে। ডেকের জানালার পর্দা থেকে দোতলায়। সেখানে প্রথমে পারটেক্স বোর্ডের সিলিংয়ে আগু/ন লাগে। দোতলায় একটা চায়ের দোকান ছিল। ওই চায়ের দোকানের সি/লিন্ডারও বিস্ফো/রিত হয়। এতে আগুন আরও বড় হয়ে যায়। এরপর আগুন যায় তিনতলায়। আগুন লাগার পর ডেকের যাত্রীরা নেভানোর চেষ্টা করেন। অনেকে ছাদে চলে যান। কেউ কেউ নদীতে লাফ দেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চের ইঞ্জিন থেকে ভ/য়াবহ অ/গ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দ/গ্ধ হয়েছেন বহু মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এখন পর্যন্ত ৪০ জনের ম/রদে/হ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। (ইন্না লিল্লাহি…রাজিউন)। লঞ্চে প্রায় ৩০০ থেকে সাড়ে তিনশ যাত্রী ছিল। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ডের সদস্যরা। (সূত্রঃ সময় টিভি)