শিক্ষা সম্পর্কে আমাদের ধারণা

মীর আব্দুল গণি, জার্মানি প্রবাসী দু:খের সহিত উল্লেখ করতে হয় বহু পূর্ব হতেই শিক্ষা সম্পর্কে আমাদের মাঝেঝে একটি ভ্রান্ত ধারণা রয়েছে। ভ্রান্ত ধারণাটি হলো- আমাদের প্রচলিত লেখাপড়া শিক্ষা বা স্বাক্ষরতা অর্জনকে আমরা বলি শিক্ষা। এবং যিনি অর্জন করেন তাঁকে বলি শিক্ষিত। কারণ আমরা মনে করি বা ধারণা পোষণ করি- লেখাপড়া শিক্ষা (স্বাক্ষরতা বা অক্ষরজ্ঞানার্জন বা … Continue reading শিক্ষা সম্পর্কে আমাদের ধারণা