ঘোষিত লকডাউন বাস্তবায়নে নড়াইলে প্রশাসনের প্রস্তুতি

63
41
করোনা প্রতিরো*ধে নড়াইলকে বিভিন্ন রে'ড, ইয়োলো ও গ্রীন জোনে বিভক্ত
করোনা প্রতিরো*ধ

স্টাফ রিপোর্টার

করোনা মহামারি ঠেকাতে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন কার্যকর করতে প্রস্তুতি সভা করেছে নড়াইল জেলা প্রশাসন। রবিবার সকাল ১১ টায় নড়াইল জেলা প্রশাসনের হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

আগামীকাল ৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬টা পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া নিষেধ,সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খাদ্যসামগ্রী, ঔ/ষ/ধ, কাচাবাজার খোলা রাখা যাবে, সকল প্রকার গণপরিবহন বন্ধ। খাবার হোটেলে বসে খাওয়া যাবে না, খাদ্য বিক্রি বা অনলাইনে খাদ্য সরবরাহ করা যাবে। সকল ধরনের দোকানপাট বন্ধ থাকবে,তবে অনলাইনে পাইকারী বা খুচরা লেনদেন চলতে পারবে। একই ভাবে ভোগ্যপন্য বিনোদন কেন্দ্র, থিয়েটার, সিনেমা হল বন্ধ থাকবে।

জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপত্বিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি এড, সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়,পৌর মেয়র আনজুমান আরা, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ইমাম পরিষদের নেতা, মন্দিরের পুরোহিত, করোনাকালিন সহযোগীতা সংগঠন বঙ্গবন্ধু স্কোয়ডের নেতা শরফুল ইসলাম লিটু সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী।