ইংরেজি নতুন বছরে নড়াইলে নতুন বইয়ের ঘ্রা*ণে আনন্দে উ*দ্বেলিত শিক্ষার্থীরা

5
15
ইংরেজি নতুন বছরে নতুন বইয়ের ঘ্রা*ণে আনন্দে উ*দ্বেলিত শিক্ষার্থীরা
ইংরেজি নতুন বছরে নতুন বইয়ের ঘ্রা*ণে আনন্দে উ*দ্বেলিত শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার

ইংরেজি নববর্ষে নতুন বইয়ের ঘ্রা*ণে আনন্দে উদ্বে*লিত শিক্ষার্থীরা। শিক্ষা নিয়ে গ*ড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সা*মনে নিয়ে নড়াইলে স্বা*স্থ্য বি*ধি মে*নে নতুন বছরে শিক্ষার্থীদের মা*ঝে নতুন পাঠ্য পুস্তক বিতর*ণ-২০২১ কা*র্যক্রমের উ*দ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) নড়াইল সরকারি বা*লিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্য পুস্তক বিতর*ণের উ*দ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা।

নড়াইল সরকারি বা*লিকা উচ্চ বিদ্যালয়ের প্রধা*ন শিক্ষক মোঃ জাকির হোসেন সিকদারের সভাপতিত্বে জেলা আওয়ামী লী*গের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, অ*তিরিক্ত পু*লি*শ সুপার মোঃ ইমরান হোসেন, জেলা শিক্ষা ক*র্মক*র্তা মোঃ ছায়েদুর রহমান, বিদ্যালয়ের শিক্ষকগণ, সী*মিত আ*কারে শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া জেলার ৩টি উপজেলার সরকারি-বেসরকারি মাধ্যামিক ও প্রাথমিক বিদ্যালয়, কারিগরি বিদ্যালয় ও মাদ্রাসায় পাঠ্য পুস্তক বিত*রণের উ*দ্বোধন করা হয়েছে।

নড়াইল জেলায় ২০২১ শিক্ষা বর্ষে মাধ্যমিক প*র্যায়ে ১১লক্ষ ৯৩ হাজার খা*না পাঠ্যপুস্তক বি*তর*ণ করা হবে। এর মধ্যে এবতেদা*য়ী ১লক্ষ ২৩ হাজার ৫৮৬ খানা, মাধ্যমিক পর্যা*য়ে ৮লক্ষ ৬৬ হাজার ২৩০ খা*না, মাদ্রাসা পর্যায়ে ১লক্ষ ৭৫ হাজার ৫৬১ খা*না, এস,এস,সি ভো*কেশনাল ১১ হাজার ৬১৬ খা*না, দাখিল ভো*কেশনাল ৮ হাজার ৭৪৭ খা*না বই দেয়া হবে।