ড্রাইভ সেবায় পরিবর্তন আনছে গুগল

3
16
ড্রাইভে পরিবর্তন আনছে গুগল
গুগল ড্রাইভ

নিউজ ডেস্ক

গুগল ড্রাইভ সেবায় পরিবর্তন নিয়ে আসছে গুগল। অক্টোবর মাসের ৩০ তারিখ থেকে গুগল ড্রাইভের ট্র্যা*শ সেকশনে আইটেমগুলো ৩০ দিনের বেশি থাকবে না। সুতরাং, প্রতি ৩০ দিন পর ট্র্যা*শে থাকা ফাইল স্বয়ংক্রিয়ভাবে মু*ছে (ডি*লিট) যাবে।

বর্তমানে গুগল ড্রাইভের ট্র্যা*শে অনির্দিষ্টকালের জন্য বিভিন্ন আইটেম রয়ে যায়। ব্যবহারকারীকে সেখান থেকে অপ্রয়োজনীয় আইটেমগুলো ডি*লিট করতে হয় অথবা চাইলেই সে প্রয়োজনীয় ফাইল রিস্টো’র করতে পারেন। গুগল এই প্রক্রিয়ায় শেষ পর্যন্ত পরিবর্তন আনতে যাচ্ছে। ড্রাইভের নতুন ফিচারের মাধ্যমে জি-স্যুট ব্যবহারকারীরা ২৫ দিনের মধ্যে ট্র্যা*শ সেকশন থেকে আইটেম রিস্টো’র করতে পারবেন।

বিভিন্ন প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জি-মেইলের রি-ডিজাইন চালু করতে পারে গুগল। জি-মেইলের লোগো পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেবাটিতে বেশকিছু নতুন সুবিধাও যুক্ত হবে বলে শোনা যাচ্ছে। সূত্র: ইন্ডিয়া টুডে