নড়াইলে শি*শু ধ*র্ষণের আলা*মতকে কেন্দ্র করে চিকি*ৎসকদের সংবাদ সম্মেলন

0
24
নড়াইলে শি*শু ধ*র্ষণের আলা*মতকে কেন্দ্র করে চিকি*ৎসকদের সংবাদ সম্মেলন
নড়াইলে শি*শু ধ*র্ষণের আলা*মতকে কেন্দ্র করে চিকি*ৎসকদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার

নড়াইলের উজিরপুর এলাকায় চার বছরের শি*শু ধ*র্ষণের অভিযোগে সদর হাসপাতাল কর্তৃক মেডি’কেল রি’পোর্টকে কেন্দ্র করে চিকি*ৎসকদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নড়াইল সদর হাসপাতালের আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সদর হাসপাতালের আবাসিক মেডি’কেল কর্মকর্তা ডাঃ মশিউর রহমান বাবু জানান, গত ৩০ আগষ্ট রবিবার পৌর ঐলাকার উজিরপুর এলাকায় চার বছরের এক শি*শু ধ*র্ষণের অভিযোগ এনে রাত সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়, তাৎক্ষ*ণিক ভি*কটিমের পক্ষের লোক কর্তব্যরত চিকি*ৎসককে ভ*য়ভী*তি দেখিয়ে ধ*র্ষণের আলা*মত আছে বলে বক্তব্য নেয়।

পরে হাসপাতালের মহিলা চিকি*ৎসকের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পরী*ক্ষা নি*রিক্ষা করে ধ*র্ষণের আলামত না পাওয়ার রি*পোর্ট পেশ করা হয়। এ ব্যাপারে ভি*কটিমের প*ক্ষের লোক অর্থের বিনিময়ে মেডিকেল রি*পোর্ট পরিবর্তনের অভিযোগ এনে মানববন্ধন করে।

তিনি আরো বলেন, পরে এ মানববন্ধনের সংবাদ কিছু মিডিয়ায় সংবাদ প্রকাশ পায়। এতে ডাক্তার সমাজের মা’ন স’ম্মান ক্ষু*ন্ন হয়েছে। একটি মেডি’কেল রি*পোর্ট কারো ব্যক্তিগত ইচ্ছায় হয় না, এটি মে’ডিকেল বোর্ড এটি তৈরী করে। আমরা এ সংবাদ সম্মেলনের মাধ্যমে এর তী*ব্রনি*ন্দা ও প্র*তিবা*দ জানাচ্ছি।

এ সময় সদর হাসপাতালের গাই*নি বিভাগের চিকিৎসক ডাঃ সুব্রত কুমার বাগচি, প্যা*থল*জিকাল বিভাগের চিকি*ৎসক ডাঃ সুজল কুমার বকশি, শি*শু অভি*জ্ঞ ডাঃ আলিমুজ্জামান সেতু, মেডিকেল কর্মকর্তা ডাঃ সুব্রত নাগ (এ সময়ের জরু*রি বিভাগের ডাক্তার), ডাঃ কেয়াসহ হাসপাতালের না*র্সরা এ সময় উপস্থিত ছিলেন।