বঙ্গবন্ধুর জনপ্রিয়তা ন*ষ্ট করতে না পেরে তাকে খু*ন করা হয়ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

19
14
বঙ্গবন্ধুর জনপ্রিয়তা ন*ষ্ট করতে না পেরে তাকে খু*ন করা হয়ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বঙ্গবন্ধুর জনপ্রিয়তা ন*ষ্ট করতে না পেরে তাকে খু*ন করা হয়ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট

বঙ্গবন্ধুর জনপ্রিয়তা এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা ন*ষ্ট করতে না পেরে তাকে খু*ন করা হয় বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দীর্ঘদিন তারা চেষ্টা করেছিল বঙ্গবন্ধুকে জনগণের কাছ থেকে সরাতে। সেটা যখন তারা একান্তভাবে পারে নাই তারপরই কিন্তু তারা হ*ত্যার পথ বেছে নেয়।

রোববার (২৩ আগস্ট) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহা*দতবার্ষিকী ও জাতীয় শো*ক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী আরো বলেন, ‘যে আদর্শ ও লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই আদর্শ ও লক্ষ্যকে ধ্বং*স করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। পাকিস্তানিরা প*রাজয় মানতে পারেনি। মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানিদের পক্ষে ছিল তারাও অভ্যু*দয়, বাংলাদেশের বিজয় মানতে পারেনি। তখন থেকেই ষ*ড়য*ন্ত্র চলছিল।’ আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভার্চ্যুয়ালি এ সভায় অংশ নেন।

শেখ হাসিনা বলেন, ‘সম্পূর্ণ ধ্বং*সপ্রাপ্ত একটা দেশ। সেই দেশের শাস*নভার হাতে নিয়ে তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছিলেন সেই সময় প্রয়োজন ছিল এদেশের সব মানুষের একাত্ব হয়ে তার পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করা। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দু*র্ভাগ্য তাকে হ*ত্যা করার এই প্রক্রিয়াটা শুরু করার জন্য দেখা গেছে আমাদের দলের অভ্যন্তরে যেমন নানা ধরনের খেলা শুরু হয় এবং কিছু লোক সবসময় মুক্তিযুদ্ধ চলাকালীনও দালা*লি করতে প্রচেষ্টা চালিয়েছিল।’

‘আর পাশাপাশি জানা-অজানা বা যেভাবে হোক কিছু লোক নানা ধরনের সমালোচনায় মুখর হয়ে ওঠে। যারা সে সময় বঙ্গবন্ধুর প্রতিটি পদক্ষেপ গ্রহণের পর পর সমালোচনা করেছে বা লিখেছে- হ্যাঁ সমালোচনার প্রয়োজন আছে। কিন্তু এমনভাবে তাদের লেখনি এবং তাদের কার্যোকলাপ ছিল এবং পরিকল্পিতভাবে সারা বাংলাদেশে অ*পবাদ ছড়ানো হয়েছিল। ’

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘তাদের উদ্দেশ্যটাই ছিল জাতির পিতা যে জনপ্রিয়তা, সারা বাংলাদেশের মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা সেটা ন*স্যাৎ করা। সেটা যখন তারা একান্তভাবে পারেই নাই তারপরই কিন্তু তারা হ*ত্যার পথ বেছে নেয়। ’

‘যে কথাটা আমরা বিবিসিকে দেওয়া কর্নেল ফারুক ও রশিদের যে ইন্টারভিউ সেখানে তারা সেই কথাটিই বলেছিল- যে দীর্ঘদিন তারা চেষ্টা করেছিল বঙ্গবন্ধুকে জনগণের কাছ থেকে স*রাতে। কিন্তু জনগণের মন থেকে মুছতে পারেনি। তাই তারা এই ধরনের হ*ত্যাকাণ্ড ঘটিয়েছে। ’

জাতির পিতা বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার ব্য*র্থ চেষ্টা এবং এদেশের মানুষের হৃদয়ে বঙ্গবন্ধুর প্রতি ভালবাসার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘ওই কয়েকটা খু*নি, বেঈ*মান বা মুনা*ফেক ছাড়া অগণিত জনগণ জাতির পিতার জন্য কাঁদে। তারা জাতির পিতার নাম মু*ছে ফেলার জন্য ২১ বছর চেষ্টা করেছে। কিন্তু সেই নাম মু*ছতে পারেনি। আজকে শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম উজ্জ্বল। ’

১৫ আগস্ট হ*ত্যাকাণ্ডের সঙ্গে জিয়া-মোশতাকের সম্পৃক্ততার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘হ*ত্যাকাণ্ডের সঙ্গে যে জিয়াউর রহমান জড়িত এটা কর্নেল ফারুক-রশিদ নিজেরাই বলেছেন। জিয়া সব সময় তাদের সঙ্গে ছিল।’

তিনি বলেন, ‘মোশতাক অ*বৈধভাবে যখন ক্ষ*মতা দখ*ল করলো। নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলো এই খু*নিদের শক্তি নিয়েই। খু*নিরাই ছিল তার পাশে। মোশতাক জিয়াউর রহমানকে সেনাপ্রধান করলো। জিয়াউর রহমানকে সেনাপ্রধান করে মোশতাক এটাই প্রমাণ করে দিল তারা একইসঙ্গে ছিল, একইসঙ্গে তারা চ*ক্রান্তে সম্পৃক্ত ছিল। ’

শেখ হাসিনা বলেন, ‘তারা মোশতাককে ক্ষ*মতায় রাখে নাই, যিনি আসল নায়ক। খ*লনায়ক সে চলে আসলো সামনে। সে হলো জিয়াউর রহমান। মোশতাকের পত*নের পর জিয়াউর রহমানই হয়ে গেল রাষ্ট্রপতি। একাধারে সেনাপ্রধান।’