মাশরাফীর নড়াইল এক্সপ্রেসের অক্সিজেন সেবা ব্যাংকে ১২টি অক্সিজেন সি*লিন্ডার প্রদান

0
23
মাশরাফীর নড়াইল এক্সপ্রেসের অক্সিজেন সেবা ব্যাংকে ১২টি অক্সিজেন সি*লিন্ডার প্রদান
মাশরাফীর নড়াইল এক্সপ্রেসের অক্সিজেন সেবা ব্যাংকে ১২টি অক্সিজেন সি*লিন্ডার প্রদান

স্টাফ রিপোর্টার

মাশরাফীর হাতে গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে করোনা রো*গীর চিকিৎসার জন্য তিনটি পরিবার ও ৪টি বন্ধু সংগঠন ১২টি পাল্স অ’ক্সিমিটারসহ অক্সিজেন সি*লিন্ডার প্রদান করেছে। গত ১৫ দিনে নড়াইলের এস.এস.সি ৯৪ ব্যাচ ৩টি, ৯৬ ব্যাচ ১টি ও ৯৮ ব্যাচ ২টি, নড়াইল শহরের অবসরপ্রাপ্ত শিক্ষক রমাবতী নন্দী ১টি, লোহাগড়া পৌর এলাকার বাসিন্দা আমেরিকা প্রবাসি বিদ্যুৎ কুমার সূত্রধর ৩টি, সদরের চন্ডিবরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের সৈয়দ মুন্তাসীর ১টি এবং ফরহাদ হোসেন ও তার ৫ বন্ধু মিলে ১টি অক্সিজেন সি*লিন্ডার প্রদান করেছেন।

সর্বশেষ শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নড়াইলের এস.এস.সি ৯৬ ও ৯৮ ব্যাচের সতির্থরা অক্সিজেন সি*লিন্ডার প্রদান করেন। নড়াইল এক্সপ্রেস হে’ল্থ কেয়ার সেন্টার ও শরীফ আব্দুল হাকিম ডায়া’বেটিক হাসপাতাল চত্বরে সিলি*ন্ডার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, কর্মকর্তা কামরুল আলম ও কাজী হাফিজুর রহমান। এ সময় ফাউন্ডেশনের কর্মকর্তা ফারুক হোসেন, সৈয়দ হুমায়ুন আমীর, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহম্মেদ সোহান, হায়দার আপন, আবু বকর সিদ্দিকী বকু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১০ জুলাই থেকে ফাউন্ডেশন নড়াইল জেলায় ফ্রি পা’ল্স অক্সিমিটারসহ অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছে। জেলায় এ পর্যন্ত ৪৪জন করোনায় আক্রা’ন্ত শ্বা*সক*ষ্টের রো*গির অক্সিজেন সেবা দেওয়া হয়েছে। অধিকাংশ শ্বা*সকষ্টের রো*গিকে বাড়িতে গিয়ে ফ্রি এ অক্সিজেন সেবা দেওয়া হচ্ছে।