নড়াইলের লোহাগড়ায় করোনা উপ’সর্গ নিয়ে এক পুলিশ কর্মকর্তার মৃ*ত্যু

0
51
করোনাভাইরাসঃ নড়াইলে পর্যটন ও বিনোদন কেন্দ্রসহ সেমিনার ও সকল লোকসমাগম বন্ধ ঘোষণা
করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় করোনা উপ’সর্গ নিয়ে মোশারফ হোসেন (৫০) নামে এক পুলিশ কর্মকর্তার মৃ*ত্যু হয়েছে। তিনি উপজেলার পার শালনগর গ্রামের মৃ*ত আমির হোসেনের ছেলে ও খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার পরিবার জানায়, তিনি এক সপ্তাহ আগে জ্ব*র, কা*শি, গ*লা ব্যা*থা ও শ্বা*সক*ষ্টে আক্রা’ন্ত হন।

পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করতে দিয়ে ছুটি নিয়ে বাড়িতে আসেন। তিনি বাড়িতে চিকিৎসারত অবস্থায় সোমবার রাতে হঠাৎ তাঁর জ্ব*র, শ্বা*সক*ষ্ট বেড়ে গেলে পরিবারের লোকজন তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে*ক্সে আসেন। তিনি সেখানে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বা’স ত্যা*গ করেন।

আজ সন্ধায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, মৃ*ত মোশারফ হোসেন খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশ পরিদর্শক ছিলেন। আজ মঙ্গলবার সকালে স্বাস্থ্যবিধি মেনে নিহ*তের জা’নাযা শেষে পারিবারিক ক*বরস্থানে দা*ফন করা হয়েছে।