নড়াইলে প্রকৃত কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহের জন্য প্রচার প্রচারণা

1
16
নড়াইলে প্রকৃত কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহের জন্য প্রচার প্রচারণা
নড়াইলে প্রকৃত কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহের জন্য প্রচার প্রচারণা

স্টাফ রিপোর্টার

চলতি বোরো মৌসুমে নড়াইল জেলায় প্রকৃত কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহের জন্য এবং এ ব্যাপরে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য শহরের বিভিন্ন হাট-বাজারে প্রচার প্রচারণা ও হ্যান্ডবিল বিতরণ এবং প্রত্যন্ত অঞ্চলে মাইকিং করা হয়েছে। শহরের রূপগঞ্জ হাটে জেলা ও সদর উপজেলা প্রশাসন এবং জেলা খাদ্য বিভাগ এর যৌথ আয়োজনে এ প্রচার প্রচারনা চালানো হয়।

জেলা প্রশাসক আনজুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, জেলা খাদ্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও খাদ্য বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে সদর খাদ্য গুদাম পরিদর্শন করেন কর্মকর্তাগণ।

প্রচারকালে জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, এ বছর জেলায় সরকারি ভাবে ৬০৬১ মেট্রিক টন বোরো ধান ২৬ টাকা কেজি দরে প্রকৃত কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে।

কৃষক অ্যাপসের মাধ্যমে এ ধান সংগ্রহ করা হবে। এ সময় তিনি আগামী ৭ মে এর মধ্যে কৃষকদের নিবন্ধন করার জন্য এবং তাদের সরকারের কাছে ধান বিক্রয়ের জন্য অনুরোধ জানান।