বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষে নড়াইলে তিনদিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু

2
51
বঙ্গবন্ধু'র জন্মশতবার্ষিকী উপলক্ষে নড়াইলে তিনদিন ব্যাপী চিত্র প্রদর্শনী শুরু
বঙ্গবন্ধু'র জন্মশতবার্ষিকী উপলক্ষে নড়াইলে তিনদিন ব্যাপী চিত্র প্রদর্শনী শুরু

স্টাফ রিপোর্টার

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের কৃতি সন্তান চিত্রকর নারায়ণ চন্দ্র বিশ্বাস ও চিত্রকর এস এম আলী আজগর রাজার তিনদিন ব্যাপী ৪র্থ যৌথ চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

ইতনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রবিবার (১৫মার্চ) বেলা ১১টায় ইতনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও ইতনা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান শিকদার মুনির আহমেদ মন্টু।

ইতনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ মুস্তাফিজুর রহমান হবি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন লোহাগড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাগর কুমার বিশ্বাস, ইতনা গন্থাগারের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান ফিরোজ, ইতনা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ বিশ্বনাথ চক্রবর্ত্তী, ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, ইতনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ নাহার সুলতানা, চিত্রকর নারায়ণ চন্দ্র বিশ্বাস, চিত্রকর এস এম আলী আজগর রাজা, সাথী তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে চিত্র প্রদর্শনীর মাধ্যমে কোমলমতি ছাত্রছাত্রীসহ নানা শ্রেণী পেশার মানুষ বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে জানতে পারবেন। মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে জ্ঞান লাভ করবে। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং শিশুদের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞান দান করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে চিত্রকর নারায়ণ চন্দ্র বিশ্বাস ও চিত্রকর এস এম আলী আজগর রাজাকে মুজিববর্ষ উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

১৫-১৭ মার্চ তিনদিন ব্যাপী চিত্রপ্রদর্শনীতে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক নানা কর্মকান্ড, মহান মুক্তিযুদ্ধ, প্রধানমনন্ত্রী শেখ হাসিনা, চিত্রশিল্পী এসএম সুলতান, বিভিন্ন গ্রামীণ দৃশ্য স্থান পেয়েছে। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত প্রদর্শনী চলবে।