নড়াইলে শিশু মেলার সমাপনী

2
16
নড়াইলে শিশু মেলার সমাপনী
নড়াইলে শিশু মেলার সমাপনী

স্টাফ রিপোর্টার

শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্পের আওতায় দুদিনব্যাপী (১৮ ও ১৯ ফেব্রুয়ারি) শিশুমেলার বুধবার (১৯ ফেব্রুয়ারি) সমাপনী দিনে শিশু-শিক্ষক-অভিভাবক সমাবেশ, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷

দিনের শুরুতেই মনোজ্ঞ বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়৷ বিতর্কের বিষয় ছিলো— “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিকাশ ঘটে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, নলদি ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান জনাব আবুল কালাম আজাদ পাখি, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিসহ ম্যানেজিং কমেটির সদস্যবৃন্দ ও জেলা তথ্য অফিসার জনাব ইব্রাহিম আল মামুন. অনুষ্ঠানে রচনা, বিতর্ক, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রাথমিক ও মাধ্যমিকের ১২টি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দুদিনব্যাপী শিশুমেলার সমাপ্তি ঘটে ৷