নড়াইলের লোহাগড়ায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

0
250
নড়াইলের লোহাগড়ায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ
নড়াইলের লোহাগড়ায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার

পানি উন্নয়ন বোর্ডের তত্তাবধানে এবং জেলা প্রশাসনের উদ্যোগে নড়াইলের লোহাগড়ায় প্রায় অর্ধ-শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, লোহাগড়ার জয়পুর জামরুলতলা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে কিছু লোক দোকানঘর ও বাড়ি নির্মাণ করে বসবাস এবং ব্যবসা করে আসছিলো । গত এক সপ্তাহ আগে নড়াইল পানি উন্নয়ন বোর্ড অফিস ৫২টি দোকানঘর ও বাড়ীর মালিককে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ প্রদান করে মাইকিং করেন। সোমবার সকালে পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আশিক খানের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে ওই সমস্ত অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়।

এ ব্যাপারে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহ নেওয়াজ জানান, পানি উন্নয়নের জায়গা দখলকারী ৩৬ জনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাকীদের ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা থাকায় উচ্ছেদ করা সম্ভব হয়নি।