নড়াইলের কালিয়ায় মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত

2
82
মতুয়া মহাসম্মেলন
নড়াইলের কালিয়া উপজেলার ব্রাহ্মণ পাটনা গ্রামে দু’দিনব্যাপী মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়া উপজেলার ব্রাহ্মণ পাটনা গ্রামে দু’দিনব্যাপী মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) নড়াইল, খুলনা, গোপালগঞ্জসহ পার্শ্ববর্তী জেলার প্রায় একশত মতুয়া দলের অংশগ্রহণে ১৭তম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণ পাটনা হরি মন্দির কমিটির আয়োজনে গত ১০ ডিসেম্বর অধিবাস, ধর্মালোচনা ও কীর্তনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি মতুয়াচার্য্য শ্রী শ্রী হিমাংশুপতি ঠাকুর।

জয়পুর তারক গোসাই এর উত্তরসূরী শ্রী পরিক্ষীত গোঁসাইয়ের সভাপতিত্বে ও বাংলাদেশ মতুয়া মহাসংঘ নড়াগাতী থানা শাখার সভাপতি শ্রী গোপাল চন্দ্র রায়ের পরিচালনায় মতুয়া সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের সহ-সভাপতি শ্রীধাম ওড়াকান্দির মতুয়াচার্য্য শ্রী দেব্রত ঠাকুর, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষ, কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার শেখ তরিকুল আলম মন্নু প্রমুখ।

ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করেন নিরঞ্জন কুমার ঘোষ, নিতাই গোঁসাই, শিবপ্রসাদ দাশ, নবকৃষ্ণ বিশ্বাস, সুনীল বিশ্বাস, রত্না বিশ্বাস, দেবব্রত চৌধুরী দেবু, কমল সরকার, সুবোল চন্দ্র রায়, তপন মজুমদার, শ্যামল কুমার রায়, পলাশ ঘোষ, নির্মল বিশ্বাস, বিজন কুমার দাশ প্রমুখ।

দ্বিতীয় দিন বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নড়াইল সহ পার্শ্ববর্তী জেলা থেকে মতুয়ার দলের আগমনে সম্মেলন কেন্দ্র কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বাংলাদেশ মতুয়া মহাসংঘ নড়াগাতী থানা শাখার সভাপতি শ্রী গোপাল চন্দ্র রায় জানান, নড়াইল, খুলনা সহ পার্শ্ববর্তী জেলার ৯৬টি মতুয়া দলকে আমন্ত্রণ জানানো হয়। মতুয়া দলের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আগত ভক্তবৃন্দদের আগমন ঘটে।

মহাসম্মেলনে আগতদের জন্য আপ্যায়ণের ব্যবস্থার পাশাপাশি কেউ অসুস্থ্য হয়ে পড়লে চিকিৎসার ব্যবস্থা করা হয়। মতুয়া মহাসম্মেলনকে ঘিরে ব্রাহ্মণ পাটনা হরিমন্দির প্রাঙ্গন মিলন মেলায় পরিণত হয়।