নড়াইলে আবারো হাঁসপাখিসহ শি’কারি আটক

0
45

স্টাফ রিপোর্টার

নড়াইলে আবারো এক পাখি শিকা’রিকে আটক করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কালিয়া উপজেলার চাঁচুড়ি বাজার থেকে রিয়াজ মোল্যাকে (৩২) আটক করা হয়। রিয়াজ চাঁচুড়ি গ্রামের বাবুল মোল্যার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই তাহিদুর রহমান জানান, অতিথি পাখি শি’কার করে চাঁচুড়ি বাজারে বিক্রি করার সময় রিয়াজকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১২টি হাঁসপাখি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদ’ণ্ডাদেশ দেন।

এদিকে, পাখি শিকা’রের অপরাধে গত ৩০ নভেম্বর দুপুরে ডিবি পুলিশের এসআই সেলিম রেজার নেতৃত্বে বিভিন্ন প্রজাতির ১৪টি পাখিসহ লোহাগড়া উপজেলার বাটিকাবাড়ি এলাকার বাবু কাজির ছেলে আমিরুল কাজিকে (৪০) আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত আমিরুলকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিনমাসের কারাদ’ণ্ড প্রদান করেন। অবশ্য জরিমানার টাকা দিয়ে মুক্ত হন আমিরুল। তিনি আর পাখি শি’কার ও বিক্রি করবেন না বলে অঙ্গীকার করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের (পিপিএম বার) নির্দেশে পাখি শিকা’রিদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।