ঘূর্ণিঝড় বুলবুলের আঘা’তে রোপা আমনের ক্ষ’তি

4
19
বুলবুলের আঘা'তে

স্টাফ রিপোর্টার

ঘূর্ণিঝড় বুলবুলের আঘা’তে ঝড়-বৃষ্টিতে নড়াইল জেলায় রোপা আমন ধানের ব্যাপক ক্ষ’তি হয়েছে। বৃষ্টির সাথে ঝড়ের প্রভাবে অধিকাংশ জমির পাকা ধান পড়ে পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষ’তি বেশি হয়েছে। এদিকে রবি মৌসুমে সরিষা, খেসাড়ী, মসুরসহ বিভিন্ন ফসলের সম্পূর্ন ক্ষ’তি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, গত দুইদিনে ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে ঝড়-বৃষ্টিতে নড়াইল জেলায় রোপা আমান ধান এবং রবি মৌসুমের বিভিন্ন ফসলের ৩ হাজার ৮’শ ৪৫ হেক্টর জমির ফসলের ক্ষ’তি হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭’শ ১০ হেক্টর জমির রোপা আমন, রবি মৌসুমের সরিষা ১’শ ৮০ হেক্টর, খেসাড়ী ৭’শ ৫০ হেক্টর, মসুর ১’শ হেক্টর, মুগ কলাই ৫০ হেক্টর, মাস কলাই ২০ হেক্টর, সবজি ১ হাজার ৩৫ হেক্টর জমির সবজি ক্ষ’তিগ্রস্থ হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চিন্ময় রায় বলেন, গত দুইদিনে ঘূর্ণিঝড় বুলবুলের আঘা’তে ঝড়-বৃষ্টিতে নড়াইল জেলায় রোপা আমন ধান এবং রবি মৌসুমের বিভিন্ন ফসলের ৩ হাজার ৮’শ ৪৫ হেক্টর জমির ফসল আক্রা’ন্ত হয়েছে।

তিনি আরও বলেন, জেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ক্ষ’য়-ক্ষ’তির পরিমাণ নির্নয়ের জন্য কাজ করছেন। আগামী দুই-তিনদিনের মধ্যে ক্ষ’তির পরিমাণ নির্নয় করা সম্ভব হবে।