নড়াইলে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

3
8

স্টাফ রিপোর্টার

“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে নানা আয়োজনে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (নভেম্বর) সকাল ১০টায় জেলা সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় জেলা সমবায় কর্মকর্তা মোঃ আসাদুল হকের সভাপতিত্বে সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ আব্দুস সাত্তার প্রমুখ।

আলোচনা সভা শেষে ৫টি শ্রেষ্ঠ সমবায় সমিতি শেখহাটী বন্ধুকল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, দেবভোগ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি. কালিনগর কৃষি সমবায় সমিতি লি. মাইজপাড়া কৃষক সমবায় সমিতি লি. ভাদুলীডাঙ্গা পূর্বপাড়া বিত্তহীন মহিলা সমবায় সমিতি লিঃ এর সভাপতির হাতে ক্রেষ্ট সনদপত্র ও ফুলেল শুভেচ্ছাসহ পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুুষ্ঠানে সরকারি কর্মকর্তা- কর্মচারি, সমবায়ীবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।