নড়াইলের জজের ক্ষমতার ক্ষেত্র কমিয়ে দিল হাইকোর্ট

0
109

নিউজ ডেস্ক

নড়াইলের জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদের বিচারিক ক্ষমতার ক্ষেত্র কমিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কলেজ ছাত্র এনামুল হ*ত্যা মামলায় প্রধান আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন না করে অব্যাহতি দেওয়ার জন্য তার ক্ষমতা হ্রাসের এই নির্দেশ দেয়া হয়।

আদালত আদেশে বলেছেন, এক বছর ফৌজদারি মামলায় বিচার কাজ পরিচালনা করতে পারবেন না শেখ আব্দুল আহাদ। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

হাইকোর্ট একই সাথে এনামুল হ*ত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে জজ আদালতের আদেশ বাতিল করে নতুন করে অভিযোগ গঠনের শুনানি করতে বলেছে। হ*ত্যা মামলার প্রধান আসামি মল্লিক মাঝহারুল ইসলামকে দেওয়া জামিন বহাল রাখা হলেও ‘অপ্রয়োজনীয়’ সময়ের আবেদন করলে জামিন বাতিল হবে বলে হুঁশিয়ার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে তিনটি রুলের নিষ্পত্তি করে এই রায় দেন।