নড়াইল জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, আইনগত সহায়তা গ্রহণ করুন

3
11

স্টাফ রিপোর্টার

গত মঙ্গলবার বিকেলে জেলা জজ আদালত ভবনের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে নড়াইল জেলা লিগ্যাল এইড কমিটির নড়াইলের মাসিক (জুলাই) সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মেহেদী আল-মাসুদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নড়াইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব হায়দার আলী খন্দকার। সভা পরিচালনা করেন কমিটির সদস্য-সচিব জনাব পশুপতি বিশ্বাস, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ), জজ কোট, নড়াইল। অদ্যকার সভায় উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ- অতিরিক্ত পুলিশ সুপার, জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, জেল সুপারিনটেনডেন্ট, উপ-পরিচালক, সমাজসেবার একজন প্রতিনিধি, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা শিশু বিষয়ক কমকর্তা, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, বেসরকারি কারাগার পরিদর্শক, জেলা প্রতিনিধি, ব্র্যাক, আঞ্চলিক সমন্বয়কারী, প্রশিকা, জেলা আইনজীবী সমিতি, নড়াইলের সাধারণ সম্পাদক, উত্তম কুমার ঘোষ ও প্রোগ্রাম অফিসার, ওয়ান-স্টপ-ক্রাইসিসি সেল, নড়াইল সদর হাসপাতাল, নড়াইল এবং আমন্ত্রিত বিচারক মন্ডলী।

অদ্যকার সভায় আইনগত সহায়তার জন্য ২৮টি আবেদনের মধ্যে ২৭টি অনুমোদন দেওয়া হয়। ১৪টি মামলা নিষ্পত্তি ও আংশিক বিল বাবদ প্যানেল আইনজীবীদের দাখিলীয় মোট ১৯টি মামলার ফি বাবদ ৩৪৫০০/- টাকার পরিশোধের জন্য অনুমোদন দেয়া হয়। উপজেলা ও ইউনিয়ন কমিটি সক্রিয় করণের প্রস্তাব দেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহোদয়, নড়াইল। সরকার কর্তৃক মনোনীত একজন উপজেলা চেয়ারম্যানকে জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য করার বিষয়ে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পত্র প্রেরণের সিদ্ধান্ত হয়। সভাপতি মহোদয় সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন। সরকারি খরচে আইনগত সহায়তার জন্য যোগাযোগ করুন 01700-784310 নম্বরে।