অপরিচ্ছন্ন স্যানিটেশনে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠান, ভোক্তা অধিকারের তলব

0
100

স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্যানিটেশন ব্যবস্থা অর্থাৎ পর্যাপ্ত পরিচ্ছন্ন টয়লেট ও হাত ধোয়ার ব্যবস্থা নিশ্চিত করতে অনুসন্ধান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর নেতৃত্বে এই অভিযান তদারকি করেন সহকারী পরিচালক আফরোজা রহমান ও সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল জব্বার মন্ডল।

এসময় মোহাম্মদপুর এলাকার সেন্ট জোসেফস, মোহাম্মদপুর প্রিপারেটরি হাই ইস্কুল, সামার ফিল্ড, ওয়াইডব্লিউসিএ, পিপলস ইউনিভার্সিটি, মোহাম্মদপুর সরকারি কলেজ সেলিব্রেশন ব্যবস্থা তদারকি করা হয়। তদারকিতে সেন্ট জোসেফ স্কুলে বেসিনে বমি ও ইউরিনালে কাপড় পাওয়া যায় এবং মোহাম্মদপুর সরকারি কলেজের মহিলা টয়লেট অপরিচ্ছন্ন পাওয়া যায়। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরিস্কারভাবে হাত ধোরা অপর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এই বিষয়গুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে ডেকে এনে দেখানো হয় এবং পরবর্তী নির্দেশনা প্রদানের নিমিত্তে আগামী রবিবার অধিদপ্তরে আসার জন্য বলা হয়। তদারকিতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১ সার্বিক সহায়তা প্রদান করে।