ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার হার

0
11

স্পোর্টস ডেস্ক

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে রবিবার (৯ জুন) কেনিংটন ওভালে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়েছে ভারত। শুরুতে টস জিতে প্রথমে ব্যাটিংকরার সিদ্ধান্ত নেয় কোহলির ভারত। শিখর ধাওয়ানের সেঞ্চুরি ১১৭, কোহলির ৮২ ও ওপেনার রোহিতের ৫৭ রানে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান সংগ্রহ করে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে মার্কাস স্টয়নিস সর্বোচ্চ ২টি উইকেট সংগ্রহ করেন। জয়ের লক্ষ্যে ৩১৬ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর: ভারত: ৫০ ওভারে ৩৫২/৫ (রোহিত ৫৭, ধাওয়ান ১১৭, কোহলি ৮২, পান্ডিয়া ৪৮, ধোনি ২৭, রাহুল ১১*, কেদার ০*; কামিন্স ১০-০-৫৫-১, স্টার্ক ১০-০-৭৪-১, কোল্টার-নাইল ১০-১-৬৩-১, ম্যাক্সওয়েল ৭-০-৪৫-০, জ্যাম্পা ৬-০-৫০-০, স্টয়নিস ৭-০-৬২-২)

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩১৬ (ওয়ার্নার ৫৬, ফিঞ্চ ৩৬, স্মিথ ৬৯, খাওয়াজা ৪২, ম্যাক্সওয়েল ২৮, স্টয়নিস ০, কেয়ারি ৫৫*, কোল্টার-নাইল ৪, কামিন্স ৮, স্টার্ক ৩, জ্যাম্পা ১; ভুবনেশ্বর ১০-০-৫০-৩, বুমরাহ ১০-১-৬১-৩, পান্ডিয়া ১০-০৬৮-০, কুলদীপ ৯-০-৫৫-০, চেহেল ১০-০-৬২-২, কেদার ১-০-১৪-০)। ফল: ভারত ৩৬ রানে জয়ী। ম্যান অব দা ম্যাচ: শিখর ধাওয়ান।