নড়াইলের লোহাগড়ায় মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও বাল্য বিবাহ নিরোধের লক্ষ্যে সমাবেশ

3
12

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার চাঁচই-ধানাইড় (সিডি) মাধ্যমিক বিদ্যালয়ে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও বাল্য বিবাহ নিরোধের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেনের সভাপতিত্বে সভায় মাদক প্রতিরোধ সহ সকল বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, লোহাগড়া থানার ওসি (তদন্ত) আমান হাসান, সাংবাদিক মারুফ সামদানী প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। নৈতিক অবক্ষয়ের পাশাপাশি সমাজের নানা ধরনের অপরাধ প্রবণ কাজে জড়িয়ে পড়ছে মাদক সেবীরা। মাদক প্রতিরোধে আমাদের অভিভবাকদের সচেনতন হতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের সম্পর্কে প্রশাসনকে অবহিত করেন। নড়াইলকে মাদকমুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া সন্ত্রাস, দুর্নীতি ও বাল্য বিবাহ নিরোধের লক্ষ্যে একসাথে কাজ করার আহবান জানান তিনি। অনুষ্ঠানে সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভভাবকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরবর্তীতে জেলা প্রশাসক চাঁচই ধানাইড় কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।