নড়াইলে মন্দির ভিত্তিক শিক্ষকদের বুনিয়াদী প্রশিক্ষণ

0
17

স্টাফ রিপোর্টার

নড়াইলে মন্দির ভিত্তিক স্কুল শিক্ষকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ ও বার্ষিক পুরস্কার বিতরণ শুরু হয়েছে। সোমবার নড়াইল শহর কেন্দ্রীয় কালী মন্দির চত্বরে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সহযোগিতায় হিন্দু কল্যাণ ট্রাষ্ট এ প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম। এ প্রশিক্ষণে নড়াইল জেলার ৮২ এবং যশোর জেলা থেকে ২০ জন শিক্ষকসহ মোট ১০২ অংশ নিচ্ছেন। হিন্দু কল্যাণ ট্রাষ্ট নড়াইলের সহকারি পরিচালক জয়ন্ত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য শৈলেন্দ্রনাথ সাহা, নড়াইল জেলা পূজা উদযাপনের পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডু, হিন্দু কল্যাণ ট্রাষ্ট নড়াইলের কর্মকর্তা হাবিবুর রহমান, হিন্দু কল্যাণ ট্রাষ্ট নড়াইলের কর্মকর্তাগণ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেলন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পাঁচজন শ্রেষ্ঠ শিক্ষক এবং ১০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।