অফিসে “আমার অফিস দুর্নীতি মুক্ত” সাইনবোর্ড প্রদর্শন করুন

0
37

স্টাফ রিপোর্টার

শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী মনোভাব তৈরীর লক্ষ্যে নড়াইলের লোহাগড়ায় সততা সংঘের সদস্যদের মাঝে দুর্নীতি বিরোধী ম্লোগান সম্বলিত শিক্ষা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা’র সভাপতিত্বে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে দুদকের কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম শিক্ষা উপকরণ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেন।

এ সময় কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম বলেন, ‘আমি দুর্নীতি করি না, আমার অফিস দুর্নীতি মুক্ত’ দুর্নীতির অভিযোগ পেলে আমাকে জানান’ এ কথাগুলি সাইনবোর্ড লিখে ‘সকল অফিসের দৃশ্যমান স্থানে প্রদর্শন করবেন’। ‘আমি জেলা প্রশাসকের মাধ্যমে রিপোর্ট নিবো লোহাগড়ার সকল অফিসে এক কাজটি বাস্তবায়ন হয়েছে কি না?’

মতবিনিময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), দুর্নীতি দমন কশিমনের খুলনা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার, দুদক কমিশনার (তদন্ত) এর একান্ত সচিব মো: রবিউল ইসলাম, লোহাগড়ার ইউএনও, দুদক সজেকা যশোরের উপ-পরিচালক মো: নাজমুচ্ছায়াদাত, লোহাগড়া উপজেলা দুপ্রক সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ সামদানী, ইউনিয়ন দুপ্রক সদস্যবৃন্দ, শিক্ষক, সততা সংঘের সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এরপর দুপুর ২টায় দুদকের কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলামের নিজ এলাকা মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী শিক্ষা উপকরণ বিতরণ করেন।