আতঙ্কে নগরবাসীঃ এক সপ্তাহে রাজধানীতে অন্তত আটটি অগ্নিকাণ্ডের ঘটনা

1182
20

নিউজ ডেস্ক

গত এক সপ্তাহে রাজধানীতে কমপক্ষে আটটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ২৮ মার্চ বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত ও ৭১ জন আহত হন। দীর্ঘ পাঁচ ঘণ্টা ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর একদিন পরই ৩০ মার্চ গুলশান-১ ও ২ নম্বর এলাকায় আগুন লাগে। রাজধানীর মগবাজারের মধুবাগে পাঁচতলা একটি বাসার তৃতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। শনিবার রাত ৮টার পর মধুবাগের আমতলা এলাকার ২৭৭/এ নম্বর বাসায় আগুন লাগে। ১ এপ্রিল মাত্র আধা ঘণ্টার ব্যবধানে রাজধানীর ডেমরা ও গাউছিয়া মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার আগুন লাগে তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারে।

সর্বশেষ বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে কামারপট্টি বাজারে আগুন লাগে। রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের প্রায় ১৫টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে রাজধানীর বিভিন্ন যায়গায় আগুন লাগার ঘটনায় আতঙ্কে দিনরাত পার করছে নগরবাসী।